শেষ সময়ের গোলে আর্জেন্টিনাকে রুখে দিল কলম্বিয়া
ম্যাচের আট মিনিটেই দুই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্জেন্টিনা। এর পর রক্ষণ আগলে খেলে এগিয়ে যায় জয়ের দিকে। কিন্তু শেষ পর্যন্ত স্বস্তি টিকল না আর্জেন্টিনা শিবিরে। শেষ সময় গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে কলম্বিয়া।
আজ বুধবার সকালে এস্তাদিও মেত্রোপলিতানোয় বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে দুই গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো ও লেয়ান্দ্রো পারেদেস। অন্যদিকে স্বাগতিকদের পক্ষে গোল করেন লুইস মুরিয়েল ও মিগুয়েল বোরহা।
পয়েন্ট হারানোর পাশাপাশি এই ম্যাচে আরেকটি ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। ইনজুরিতে পড়েছেন তাদের গোলরকক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এ ছাড়া দলের নিয়মিত গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিও কোভিড আক্রান্ত। সবমিলে কোপা আমেরিকার আগে বেশ চিন্তায় পড়ল আর্জেন্টিনা।
আজ ম্যাচের আট মিনিটের মধ্যেই কলম্বিয়ার জালে দুবার বল পাঠায় আর্জেন্টিনা। প্রথম গোল আসে ম্যাচের তৃতীয় মিনিটে। ডান দিক থেকে রদ্রিগো দে পলের দারুণ ফ্রি কিকে লাফিয়ে হেড দিয়ে দলকে এগিয়ে নেন রোমেরো।
এরপর অষ্টম মিনিটে স্কোরলাইন ২-০ করেন পারেদেস। তবে তাতে স্বাগতিকদেরও দায় ছিল। কলম্বিয়ার ডি-বক্সে মেসি শট নিতে ব্যর্থ হওয়ার পরও বিপদমুক্ত করতে পারেনি কেউ। বল বুক দিয়ে নামানোর ফাঁকে প্রতিপক্ষের দুই জনের মধ্য দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন পারেদেস। এরপর লাউতারো মার্টিনেসের সঙ্গে বল দেওয়া-নেওয়ার ফাঁকে ঠিকানা খুঁজে নেন তিনি।
এগিয়ে যেয়ে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বিরতি থেকে ফিরে সফল স্পট কিকে ৫১ মিনিটে গোল পেয়ে বসে কলম্বিয়া। এরপর শেষে ঘটে যায় অঘটন। ম্যাচের একদম শেষ দিতে যোগ করা সময়ে আর্জেন্টিনাকে চমকে দ্বিতীয় গোলও পেয়ে যায় কলম্বিয়া। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
বাছাই পর্বে ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ১২। টেবিলের দুই নম্বরে আছে আর্জেন্টিনা। এই তালিকায় সবচেয়ে এগিয়ে ব্রাজিল। ছয় ম্যাচের সবগুলোতে জিতে তাদের পয়েন্ট ১৮। টেবিলের এক নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নেরা।