শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোতে জকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে তুমুল লড়াই করেন নোভাক জকোভিচ ও টেইলর ফ্রিটজ। যুক্তরাষ্ট্রের প্রতিযোগী টেইলর ফ্রিটজের কাছে শুরুর দিকে জয়ের পর টানা দুই সেটে হেরে বসেন জকোভিচ। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। ঘুরে দাঁড়িয়ে শেষ সেটে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা টেনিস তারকা জকোভিচ।
গতকাল শুক্রবার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭-৬ (৭-১), ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-২ গেমে জয় পেয়েছেন জকোভিচ। তবে ফ্রিটজের বিপক্ষে লড়াইয়ের মাঝপথে চোট পান জকোভিচ। ম্যাচ চলাকালীন চিকিৎসকের সেবাও নিতে হয়েছে তাঁকে। এরপরও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়েন এই সার্বিয়ান টেনিস তারকা।
কোয়ার্টার-ফাইনালে যাওয়ার ম্যাচে চতুর্দশ বাছাই কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে লড়বেন জকোভিচ। তবে চোট সমস্যায় ম্যাচটি খেলা চ্যালেঞ্জিং হবে তাঁর জন্য।
তৃতীয় রাউন্ডে দিনের আরেক ম্যাচে হাঙ্গেরির মার্টন ফুচোভিচকে ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২, ৬-২ গেমে হারিয়ে শেষ ষোলোতে ওঠেন রাওনিচ। এ ছাড়াও ছেলেদের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন তৃতীয় বাছাই ডমিনিক টিম ও ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভ।