শ্রীলংকা সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নারী দল
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলংকা যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে লঙ্কানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নারী দল। দলের অন্যতম অভিজ্ঞ দুই তারকা সালমা খাতুন ও রুমানা আহমেদকে ছাড়াই শ্রীলংকা যাবে দল। এই দু’জনকে বিশ্রাম দিয়েছে বোর্ড। এছাড়া পরীক্ষার কারণে দলের সঙ্গে যাবেন না পেসার মারুফা আক্তার।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শ্রীলংকায় যাবে বাংলাদেশ নারী দল। দলে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, রাবেয়া ও সুলতানা খাতুন। এরমধ্যে সুলতানা খাতুন অপেক্ষায় আছেন দেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেকের।
২৫ এপ্রিল শ্রীলংকার উদ্দেশ্যে পাড়ি জমাবে বাংলাদেশ। ২৭ এপ্রিল খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। ২৯ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ মে। সবগুলো ওয়ানডের ভেন্যু কলম্বোর পি সারা ওভাল। ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত। যেখানে শ্রীলংকার অবস্থান সপ্তম, বাংলাদেশের নবম।
৯ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ১১ ও ১২ মে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। এর আগে ৭ মে একটি প্রস্তুতি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের নারীরা।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার, সোবহানা মুস্তারি, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, স্বর্ণালি আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, রিতু মণি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।