শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ
এশিয়ান গেমস হকির বাছাই পর্বে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
এই জয়ের সুবাদে বাংলাদেশ আসরের সেমিফাইনালে উঠেছে। তাই এশিয়ান গেমসে মূল পর্বে উঠে গেছে তারা।
বাংলাদেশের জয়ের নায়ক আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান ও রোমান সরকার। তারা একটি করে গোল করেন। শ্রীলঙ্কার পক্ষে একটি সান্ত্বনা গোল করেন ভিপুল ওয়ার্নাকুলা।
এদিন গোলের সূচনা এনে দেন আশরাফুল। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন তিনি। পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় লাল-সবুজের দল। ২৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে খোরশেদ ব্যবধান দ্বিগুণ করেন।
তবে ৪৪ মিনিটে শ্রীলঙ্কা একটি গোলের দেখা পায়। ভিপুল একটি গোল করে ব্যবধান কিছুটা কমায়।
অবশ্য এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লঙ্কান দলটি। বাংলাদেশ আবার এগিয়ে যায়। ৫৩ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন রোমান। শেষ পর্যন্ত এই ব্যবধানে খেলা শেষ হয়।
বাংলাদেশ প্রথম ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল। অবশ্য প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া। টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।