শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে ‘এ’ গ্রুপের দুদল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষত্ব ধরে রাখার লড়াইয়ে সিডনিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে স্থান পাঁকা করতে আজকের ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজকের ম্যাচের সুখবর হচ্ছে, সিডনির আকাশ পরিষ্কার আছে। ম্যাচের মধ্যে বৃষ্টি নামার তেমন শঙ্কা নেই। আবহাওয়া রয়েছে খেলার অনুকূলে।
গত ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ৭ উইকেটের হার কিছুটা পিছনে ঠেলে দিয়েছে লঙ্কানদের। তাই সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে জয়ে ফিরতে মুখিয়ৈ দাসুন শানাকার দল। অপরদিকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে দুর্দান্ত ফর্মে নিউজিল্যান্ড। বর্তমান কিউইরা গ্রুপ ‘এ’ এর শীর্ষে আছে। সেই শীর্ষস্থান ধরে রাখতে কেইন উইলিয়ামসনরাও চাইছেন ছন্দ থাকতে।
নিউজিল্যান্ড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাম্পম্যান, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লোকি ফার্গুসন, ইশ সোদি।
শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলকা, পাতুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, প্রমদ মাদুশান।