শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সাফল্যে আশাবাদী সাকিব
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাফল্য খুবই কম। এখন পর্যন্ত দুই দল ২২ টেস্টে মুখোমুখি হয়েছে, বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। চারটিতে ড্র হয়েছে, বাকি সবকটিতে হেরেছে বাংলাদেশ।
সেই শ্রীলঙ্কার বিপক্ষে আর কদিন বাদে দুই টেস্টের সিরিজে লড়াইয়ে নামবে বাংলাদেশ। আসন্ন সিরিজে সাফল্যে আশাবাদী বাংলাদেশ।
১৫ মে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। সিরিজে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা প্রবল বলে মনে করেন সাকিব আল হাসান। তিনি বলেন, ‘সিরিজে জেতার লক্ষ্য থাকবে আমাদের। অবশ্য শ্রীলঙ্কা বেশ ভালো দল। শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দেশের কন্ডিশন প্রায় কাছাকাছি। তাই আমরা সিরিজ জয়ে আশাবাদী।’
শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে নিজেদের শততম টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশ সিরিজের দুটি টেস্টে ভালো করতে পারে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট হবে ১৫-১৯ মে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে।
লঙ্কান দলটি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই সিরিজে খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল ৮ মে ঢাকায় পৌঁছার কথা।