সত্যিকারের চ্যাম্পিয়ানরা ভেঙে পড়ে না : রোনালদো
তুরিনে সময়টা ভালো কাটছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। চ্যাম্পিয়ানস লিগ থেকে জুভেন্টাস বাদ পড়ার পরই সমালোচনার তীরে বিদ্ধ পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ক্লাবের সাবেক সভাপতি জিওভান্নি কোবোল্লি তো বলেই দিলেন, রোনালদোকে বিক্রি করে দেওয়া উচিত। এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, রোনালদো জবাব দিলেন, সত্যিকারের চ্যাম্পিয়ানরা ভেঙে পড়ে না।
১৯৯৫–৯৬ মৌসুমের পর ফের চ্যাম্পিয়ানস লিগ জেতার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ায় জুভেন্টাস। ২০১৮ সালে মাদ্রিদ প্রেমের সমাপ্তি টেনে তুরিনে পাড়ি জমান পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদোকে ঘিরে জুভেন্টাস স্বপ্ন দেখে চ্যাম্পিয়ানস লিগের শিরোপা জেতার।
তবে বাস্তবতা হয়েছে উল্টোটা। সিআর সেভেন তুরিনে পা রাখার পর ইউরোপসেরা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালই পার হতে পারেনি জুভেন্টাস। এবারও শেষ ষোলোর ম্যাচে পোর্তোর কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেরি আ চ্যাম্পিয়ানদের। চ্যাম্পিয়ানস লিগ থেকে জুভেন্টাসের বিদায়ের পর প্রশ্ন উঠছে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে। ক্লাবের ভেতর থেকেও আসছে নানা রকম কথা।
এত পরিস্থিতির মধ্যে থেকেও আপাতত সামনের ম্যাচগুলোর দিকে নজর দিচ্ছেন রোনালদো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জীবনে কতবার পড়ে গেলেন, সেই হিসাবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কত দ্রুত শক্তিশালী হয়ে আপনি নিজের পায়ে উঠে দাঁড়াতে পারলেন। সত্যিকারের চ্যাম্পিয়ানরা কখনোই ভাঙবে না!’
আজ রোববার সেরি আ-তে ক্যালিয়ারির বিরুদ্ধে খেলতে নামবে জুভেন্টাস। ওই ম্যাচকেই আপাতত ফোকাসে রাখছেন সিআর সেভেন। তিনি লিখেছেন, আমাদের এই মুহূর্তে লক্ষ্য ক্যালিয়ারি, যারা এই মুহূর্তে লিগে রীতিমতো কঠিন অবস্থার মধ্যে রয়েছে। তারপর রয়েছে ইতালি কাপের ফাইনাল। আমরা তো এই মৌসুমে শিরোপাগুলো জিততেই পারি।’
সমালোচকদের উদ্দেশে রোনালদোর বার্তা, ‘এটা সত্যি যে অতীত জাদুঘরেই থাকে। কিন্তু সৌভাগ্যবশত ফুটবলের স্মৃতি রয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই। ইতিহাস বাতিল করে দেওয়া যায় না। যারা এগুলো বোঝে না তারা কখনোই গৌরব-সাফল্য পেতে পারে না।’