সন্দীপ পাতিলের বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ
সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ সন্দীপ পাতিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি পদে নির্বাচন করছেন। তবে তাঁর বিরুদ্ধে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের প্রধান নির্বাচক সলিল আনকোলার সঙ্গে পাতিলের সম্পর্কের বিষয়ে অভিযোগ ওঠে।
অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সঞ্জয় নায়েক অভিযোগে বলেছেন, ‘সন্দীপ পাতিলের পুত্রবধূ সানা পাতিল হলেন সলিল আনকোলার কন্যা। যিনি বর্তমান নির্বাচন কমিটির চেয়ারম্যান। তাই তিনি এই পদে নির্বাচন করার যোগ্য নন।’
পাতিল ভারতীয় দলের হয়ে ২৯ টেস্ট এবং ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। তিনি শারদ পাওয়ার প্যানেল থেকে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।
পাতিল মুম্বাইয়ের বিধায়ক আশিস শেলারের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন। এমসিএর নির্বাচন ২০ অক্টোবর।
আনকোলাকে যখন নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয় সেই সময় পাতিল বোর্ডে ছিলেন না। এছাড়াও গুরুত্বপূর্ণ বষয় হলো পাতিল এখনও নির্বাচিত হননি। নির্বাচনের পর আনকোলার অবস্থান কী হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই অভিযোগের বিষয়ে পাতিল কোনো মন্তব্য করেননি।