সবার আগে সুপার লিগে তামিমরা
চলমান প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দশম রাউন্ডে এসেও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম-এনামুলের দল। আজ বুধবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দারুণ জয়ে সবার আগে সুপার লিগ নিশ্চিত করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ছয় উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। দশ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছেন তামিমরা। বাকি আটটিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে প্রাইম ব্যাংক। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রাদার্স।
আজ ব্রাদার্স ৯.১ ওভারে ২ উইকেটে ৪৪ রান তোলার পর বৃষ্টি বাগড়া দেয়। পরে বৃষ্টি থামলে খেলার দৈর্ঘ্য নেমে আসে ১২ ওভারে। নির্ধারিত ওভারে আগে ব্যাট করে তিন উইকেটে ৭৪ রান তোলে ব্রাদার্স। তবে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১২ ওভারে প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৮৪। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন জুনায়েদ। ৫ বলে ১৪ রানের ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু।
এই লক্ষ্য তাড়া করতে নেমে দুই বল বাকি রেখেই জিতে যায় প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন তামিম ইকবাল। ২৬ বলে তাঁর ইনিংসে ছিল তিন বাউন্ডারি ও এক ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর :
ব্রাদার্স ইউনিয়ন : ১২ ওভারে ৭৪/৩ (মিজানুর ১৩, জুনায়েদ ২৪, নুরুজ্জামান ৫, মায়শুকুর ১৫*, আলাউদ্দিন ১৪*; রুবেল ২-০-১৩-০, শরিফুল ৪-০-২৪-৩, নাহিদুল ২-০-৪-১, নাঈম ২-০-১০-০, মুস্তাফিজ ২.৫-০-২২-০, অলক ০.১-০-১-০)।
প্রাইম ব্যাংক : (লক্ষ্য ১২ ওভারে ৮৪) ১১.৪ ওভারে ৮৪/৪ (তামিম ২৯, রনি ০, এনামুল ১৫, মিঠুন ২৮, রুবেল ৪*, অলক ৫*; আলাউদ্দিন ৩-০-১৯-৩, মানিক ২.৪-০-১৯-০, মেহেদি ২-০-১৪-০, গাফফার ২-০-১৮-০, রাহাতুল ২-০-১৪-১)।
ফল : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ডিএলএস পদ্ধতিতে ৬ উইকেটে জয়ী।