সবার উত্তেজনায় পানি ঢাললেন সাকিবের স্ত্রী
সাদা বলের ক্রিকেটে দারুণ সময় পার করছেন সাকিব আল হাসান। চলমান বিপিএলেও ব্যাট-বল—দুই বিভাগে চমক দেখাচ্ছেন এই বাংলাদেশি তারকা। অলরাউন্ড পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। তাই, আইপিএলের এবারের নিলামে সাকিবকে নিয়ে দলগুলোর প্রত্যাশা অনেক থাকবে বলে ধারণা করা হয়েছিল।
কিন্তু, আইপিএলের এবারের মেগা নিলামে দেখা গেল উলটো চিত্র। দুই কোটি ভিত্তি মূল্যের সাকিবকে নিয়ে নিলামে কোনো দল আগ্রহই দেখায়নি। টানা দুদিন ধরে চলমান নিলামে শেষ পর্যন্ত অবিক্রীত থেকেছেন বাংলাদেশি তারকা।
আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বিষয়টি মেনে নিতে পারেননি। আলোচনা চলছে সংবাদমাধ্যমেও। সব আলোচনায় এবার ‘পানি ঢাললেন’ সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সাকিবের দল না পাওয়ার কারণ জানিয়েছেন শিশির। তাঁর দাবি, আইপিএলের দুটি দল সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল। মূলত শ্রীলঙ্কা সিরিজের কারণে পুরো সিরিজে সাকিবকে দলগুলো পাবে না বলেই নেয়নি বলে জানান শিশির।
এক স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই বলে রাখি, সময়ের আগেই বেশ কয়েকটি দল ওর (সাকিব) সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল যে, সে পুরো আসর খেলতে পারবে কি না। কিন্তু, দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরোটা খেলতে পারতো না। যে কারণে তাকে কেউ দল নেয়নি।’
এরপর সাকিবের স্ত্রী আরও লিখেছেন, ‘আইপিএলে দল না পাওয়া খুব বড় বিষয় নয়। এবার পায়নি, পরের বছর পাবে। দল পেলে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করতে হতো। তখন কি সবাই একই কথা বলতেন? তাকে বিশ্বাস ঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় পানি ঢেলে দেওয়ার জন্য দুঃখিত!’
২০১১ সালের পর এই প্রথম আইপিএল খেলা হচ্ছে না সাকিবের। ২০২০ আইপিএলে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সাকিব। ২০১৩ সালে খেলেননি চোটের কারণে। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। দুই কোটি ভিত্তিমূল্যতে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।