সমালোচনার জবাব বুঝি এভাবেই দেন রোনালদো
কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। মাঠে নিজে ভালো করতে পারছিলেন না, দলও ভালো খেলছিল না। সব মিলিয়ে খুব সমালোচনার মুখে পড়েন পর্তুগিজ তারকা। এমনকি নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের কাছ থেকেও দুয়ো শুনেছে তিনি।
তবে, সমালোচনার সামনে পড়লেই যে জ্বলে ওঠেন রোনালদো। এ কথাটাই যেন গতকাল শনিবার আরেক বার মনে করিয়ে দিলেন পাঁচ বারের বর্ষসেরা এ ফুটবলার। ওল্ড টার্ফোডেই হ্যাটট্রিক করে ম্যানইউর ভক্তদের উচ্ছ্বাসে ভাসালেন রোনালদো।
গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে তিনটি গোলই করেছেন সিআর সেভেন। এর আগে গত ১২ মার্চ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ঘরের মাঠের হোম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।
কাল ম্যাচের সপ্তম মিনিটেই গোল পেয়ে যান রোনালদো। এন্থনি এলেঙ্গার পাস ধরে সহজেই লক্ষ্যভেদ করেন রোনালদো। এরপর ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। সেটা ছিল আলেক্স তেলেসের কর্নারে অনেকটা লাফিয়ে হেড দিয়ে করা গোল।
মাঝে দুই গোল শোধ করে উত্তেজনা বাড়িয়ে দেয় প্রতিপক্ষ। তবে, শেষ পর্যন্ত রোনালদো কোনো অঘটন হতে দেননি। ম্যাচের ৭৬তম মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। সেইসঙ্গে নিশ্চিত করেন দলের জয়।
প্রিমিয়ার লিগে এ মুহূর্তে ৩২ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ম্যানইউ। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।