সহজ জয় পেয়েছে সাকিবের মধ্যাঞ্চল
ইনডিপেনডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে সহজ জয় পেয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাকিব আল হাসানের দল জয় পেয়েছে ২২ রানের ব্যবধানে।
ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে মধ্যাঞ্চল ৪৩.২ ওভারে ১৭৭ রান করে। জবাবে ১৫৫ রানে থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস।
মোসাদ্দেক হোসেন সৈকত মধ্যাঞ্চলের অধিনায়ক হলেও মাঠে সাকিবকেই নেতার ভূমিকায় দেখা গেছে।
মধ্যাঞ্চলের হয়ে ওপেনার মিজানুর রহমান ৩৬ রান করেন। আর সাকিব ৫৮ বল খেলে করেছেন ৩৫ রান। এ ছাড়া মিঠুন সর্বোচ্চ ৩৭ রান করেন।
পূর্বাঞ্চলের হয়ে পেসার রুবেল হোসেন ৩ উইকেট নেন ৫১ রান খরচায়। তরুণ পেসার রেজাউর রহমান রাজা ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। আর বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ২৯ রানে দুই উইকেট পান।
ছোট লক্ষ্য তাড়ায় পূর্বাঞ্চল পারেনি জয় তুলে নিতে। ১৫৫ রানে অলআউট হয়ে যায়। শূন্য করেন মোহাম্মদ আশরাফুল। রনি তালুকদার ৩৮, ইমরুল কায়েস ২৫, ইরফান শুক্কুর ৩১ করেও দলের হার এড়াতে পারেননি।