সাকিবকে ছাড়িয়ে যে কীর্তি গড়লেন মুশফিক
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। ব্যাট হাতে ৯৩ বলে তিনি খেলেন ৮৬ রানের ইনিংস। তবে এই ইনিংসেই মুশফিক ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডারকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন মুশফিক।
এই ম্যাচের আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল সাকিবের। ২১৭ ম্যাচে তাঁর রান ছিল ৬৬৩০। অন্যদিকে তিনে থাকা মুশফিকের রান ছিল ৬৫৮৪। দুজনের মধ্য পার্থক্য ছিল ৪৬ রানের।
নিজের ২২৯তম ওয়ানডে খেলতে নেমে ৪৬ রানের ব্যবধান টপকে দ্বিতীয়তে চলে গেলেন মুশফিক। আজ ৮৬ রান করায় মুশফিকের এখন মোট রান ৬৬৭০। আজ সাকিব করেছেন ২০ রান। ফলে তাঁর মোট রান হলো এখন ৬৬৫০। এই তালিকায় সবার ওপরে আছেন তামিম ইকবাল। ২২১ ওয়ানডে খেলা তামিমের মোট ওয়ানডে রান হলো ৭৬৮৬।
সাকিবকে টপকানো ছাড়াও লিটনের সঙ্গে আরেকটি রেকর্ড গড়েছেন মুশফিক। আজ আফগানিস্তানের বিপক্ষে লিটনের সঙ্গে তৃতীয় উইকেটে দেশকে প্রথম দুইশ ছোঁয়া জুটি উপহার দিয়েছেন মুশফিক। ১৮৮ বলে দুইশ ছুঁয়েছে তাদের জুটি। মোট দুজন মিলে গড়েছেন ২০২ রানের জুটি।
এর আগের সেরা জুটিতেও অবশ্য ছিলেন মুশফিক। ২০১৫ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের সঙ্গে সেবার গড়েছিলেন ১৭৮ রানের জুটি।