সাকিবকে প্রশংসায় ভাসালেন স্পিন কোচ
চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলবেন কি না, তা নিয়ে সংশয় ছিল গত কয়েক দিন। অবশ্য সে সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে নেমেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বড় কোনো সাফল্য না পেলেও মিতব্যয়ী বল করে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের নজর কেড়েছেন তিনি।
সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলকে প্রয়োজনীয় ভারাসাম্য এনে দিয়েছেন বলে মনে করেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
সাকিবের প্রশংসা করে হেরাথ বেলন, ‘আমরা তার মতো সামর্থ্যবান খেলোয়াড় খুব বেশি পাই না। অনুশীলন না করেও প্রথম ডেলিভারিতে উইকেট নিয়েছেন তিনি। এটা তার আত্মবিশ্বাসের জন্য খুবই ভালো। সে আজ খুব ভালো বোলিং করেছে, সে ছিল সবচেয়ে মিতব্যয়ী বোলার। সাকিব থাকলে দলে ভারসাম্য থাকে। নয়তো, আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হয়, যে ব্যাট করতে এবং বোলিং করতে পারে। আমি শতভাগ আত্মবিশ্বাসী ছিলাম, অনুশীলন ছাড়াই নিজেকে উজাড় করে দেবে সে।’
হেরাথ আরও বলেন, ‘শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের রান আটকাতে দলগতভাবে ভালো পারফর্ম করেছেন বোলাররা। চার উইকেট হারালেও, ওভার প্রতি তিন রান করতে পারেনি সফরকারীরা। তাই এই কন্ডিশন ও উইকেটের কারণে এটি বাংলাদেশের জন্য সাফল্যই।’
এদিন সাকিব আল হাসান ১৯ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেন। করোনা থেকে সেরে উঠার পর দলে যোগ দেন এই তারকা অলরাউন্ডার। সাকিব দ্রুত ছন্দে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী হেরাথ। শ্রীলঙ্কা ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শেষ করেছে।