সাকিবদের জার্সিতে স্পন্সরের বদলে দেশের পতাকা
মহান বিজয় দিবসে চলছে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। ৫১ বছর আগে আজকের এইদিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেদিনও সঙ্গে ছিল ভারত। সেদিন যুদ্ধের ময়দানে বন্ধু হিসেবে পাশে ছিল, আজ খেলার মাঠে বিপক্ষ দল—পার্থক্য শুধু এখানেই। এমন ঐতিহাসিক দিনে বাংলাদেশ ক্রিকেট দল জার্সিতে স্পন্সরের লোগোর বদলে বাংলাদেশের পতাকা নিয়ে খেলতে নেমেছে।
আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়। আগের দুদিন জার্সিতে স্পন্সর থাকলেও আজ রাখা হয়েছে জাতীয় পতাকা। পতাকার নিচে ইংরেজিতে ৫১তম বিজয় দিবসের কথা উল্ল্যেখ রয়েছে।
এর আগে বিজয় দিবসের দিন ঘরের মাঠে একবারই ক্রিকেট ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। ২০০২ সালে এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছিল বিজয় দিবসে। আজ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চলছে।
এ দিকে দিনটি উপলক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুক্তিযুদ্ধে শহীদ জুয়েল ও শহীদ মোশতাক স্মরণে চলছে বিশেষ প্রদর্শনী ম্যাচ। সেখানে খেলছেন আফিফ হোসেন, সৌম্য সরকাররা।
বিজয় দিবস শেষ হলে আবার আগের জার্সিতে ফিরে যাবে বাংলাদেশ। চট্টগ্রামের এই টেস্ট শেষ হলে আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।