সাকিবের চোখে আইপিএলের সেরা একাদশ
একদিন আগেই আইপিএল খেলতে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান। সংযুক্ত আর আমিরাতে গিয়ে আপাতত ছয়দিন রুম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এর মধ্যেই নিজের পছন্দ অনুযায়ী আইপিএলের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি। মজার ব্যাপার হলো, নিজের পছন্দের একাদশে নিজেকে রাখেননি বাংলাদেশি তারকা।
খেলাধুলাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসক্রীড়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের আইপিএল সেরা একাদশ বেছে নিয়েছেন সাকিব। যেখানে শুধু নিজেকে নন, ক্রিস গেইল কিংবা এবি ডি ভিলিয়ার্সদেরও রাখেননি বিশ্বসেরা অলরাউন্ডার।
নিজের পছন্দের একাদশে অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি বেছে নিয়েছেন সাকিব। ওপেনার হিসেবে রেখেছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা ও সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।
ওয়ান ডাউনে সাকিবের পছন্দ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এরপর চার নম্বর পজিশনে চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নাকে রেখেছেন সাকিব।
পাঁচে তো আছেন সাকিবের পছন্দের অধিনায়ক ধোনিই। ছয়ে সাকিব রেখেছেন পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুলকে। তবে ধোনি-রাহুল দুজনেই উইকেটকিপার হলেও উইকেটের পেছনে ধোনিকেই রাখছেন সাকিব।
অলরাউন্ডার হিসেবে রাজস্থান রয়্যালসের বেন স্টোকস এবং চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছেন সাকিব। তবে একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেননি সাকিব। পেস বোলিং বিভাগে সাকিব রেখেছেন ভুবনেশ্বর কুমার, লাসিথ মালিঙ্গা ও জাসপ্রিত বুমরাহকে।
সাকিবের সর্বকালের সেরা আইপিএল একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার।