সাকিবের দাদির ইন্তেকাল
বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ের নিজ বাড়িতে তিনি মারা যান।
রেবেকা নাহার দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদী হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
সাকিবের বাবা মাগুরা সোনালী অতীত ক্লাবের সিনিয়র সহসভাপতি ও ব্যাংকার মাশরুর রেজা কুটিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে দাদির জানাজায় সাকিবের আসার বিষয়টি নিশ্চিত নয়। কারণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে সাকিব বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে আছেন। ১০ জানুয়ারি থেকে দলীয় অনুশীলন শুরু করেছেন তিনি।