সাকিবের পর চোটে পড়লেন ইবাদত
ইনজুরি খরা কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। আগের দিনে চোটের কারণে বল করতে পারেননি দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। আর চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে একই কারণে বল করতে পারলেন না আরেক বোলার ইবাদত হোসেন। ব্যাটিং ব্যর্থতায় ২৫৪ রানে পিছিয়ে থেকে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। ফের ব্যাট করছে ভারত।
আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন শেষে আজ ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মাত্র ১৭ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন মুশফিকুর রহিম। এর বাইরে বলার মতো ব্যাটিং নেই কারও। তাতে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রান করতে পেরেছে সাকিবের দল।
এ দিন বাংলাদেশ ফলোঅনে পড়লেও ভারত সেটি না করিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাট শুরু করে। তখন জানা গেছে, পিঠের সমস্যার কারণে পেসার ইবাদত হোসেন বল করতে পারবেন না। এর আগে কাঁধের সমস্যার কারণে বল ঘোরাতে পারেননি সাকিব। সিরিজ শুরুর আগে চোটে পড়ে ছিটকে গেছেন তামিম ইকবাল। চোটে ভুগছিলেন পেসার তাসকিন আহমেদ।
তামিমের বদলে ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন লিটন দাস। লিটনের পরিচালনায় তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে বাংলোদেশ। এখন চলছে দুটি টেস্টের প্রথমটি। চট্টগ্রামের এই টেস্ট শেষ হলে আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।