সাকিবের ব্যাটিং তাণ্ডব, সাব্বিরও দুর্দান্ত
পারিবারিক কারণে ঢাকা প্রিমিয়ার লিগের লিগ রাউন্ডগুলোতে খেলা হয়নি সাকিব আল হাসানের। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে তাই সুপার লিগের ম্যাচগুলো হাতছাড়া করেননি তিনি। রূপগঞ্জের জার্সিতে সুপার লিগের ম্যাচগুলোতে অংশ নিয়েছেন তিনি। রূপগঞ্জের জার্সিতে অংশ নিয়েই ব্যাটে-বলে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ মঙ্গলবার সুপার লিগে নিজের তৃতীয় ম্যাচেও দারুণ খেলছেন সাকিব। তাঁর সঙ্গে ব্যাট হাতে দলে ভিত গড়ে দেওয়ার ইনিংস উপহার দিয়েছেন সাব্বির রহমান।
গাজী গ্রুপের বিপক্ষে আগে ব্যাটিং নামা রূপগঞ্জের হয়ে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান সাকিব। মাত্র ২১ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। ২৪২ স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি স্পর্শ করতে হাঁকান ৫ বাউন্ডারি ও ৩ ছক্কা। শেষ পর্যন্ত ২৬ বলে ছয়টি চার ও তিন ছয়ের মারে ৫৯ রানের ইনিংস এসেছে সাকিবের ব্যাট থেকে।
সাকিব ছাড়াও আজ রূপগঞ্জের হয়ে দারুণ ব্যাট করেছেন সাব্বির রহমান। ৮৩ বলে ৯০ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। সাব্বির-সাকিবের দৃঢ়তায় গাজী গ্রুপের বিপক্ষে ২৯৩ রানের শক্ত পুঁজি পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ।