সাকিবের শুটিং ইস্যুতে বরিশালকে শোকজ করল বিসিবি
নানা বিতর্ক নিয়ে অবশেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
ফাইনালে হারের পাশাপাশি আরো একটি হতাশা যোগ হয়েছে বরিশালের। ম্যাচের আগের দিন সাকিব আল হাসানের বায়ো-বাবল ভাঙ্গার ইস্যুতে বরিশালকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএল ফাইনালের আগে অফিসিয়াল ফটোসেশনে অংশ না নিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে বায়ো-বাবল ভেঙেছিলেন সাকিব। এই জন্য পুরো দলকে শোকজ করেছে বিসিবি।
বিপিএলের ফাইনাল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শোকজের বিষয়টি জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমি আপনাদেরকে বলি…যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে আমরা কিন্তু এটা(বায়ো-বাবল) ছাড় দেইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের উপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে আমরা কখনো ছাড় দেইনি। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে(বরিশাল) শোকজ করা হয়েছে।’
বিসিবি সভাপতির প্রশ্ন, ‘বায়োবাবল ভেঙ্গে বাইরে গেলো কীভাবে? কারণ আমরা ফ্র্যাঞ্চাজিদেরকে নির্দেশনা দিয়েছিলাম কিভাবে বায়ো-বাবল অনুসরণ করতে হবে। এটা ব্রেক হয়েছে, সেটার জন্য তাদের শোকজ করা হয়েছে।'
ম্যাচের আগের দিন অনুশীলন ও ফটোসেশনে না এসে বিতর্কের জন্ম দেন সাকিব। তাঁর না আসা নিয়ে দুরকম তথ্য দিয়ে আলোচনার জন্ম দেয় বরিশাল। প্রথমে সাকিবের দল ফরচুন বরিশাল থেকে জানানো হয়, সাকিব নাকি পেটের পীড়ার কারণে আনুষ্ঠানিক ফটোসেশনে আসতে পারেননি। পরে আবার দলের আরেক সদস্য নুরুল হাসান সোহান জানান অন্য কথা।
সব শেষ রাতে জানা যায়, সাকিবের অনুশীলনে না আসার আসল কারণ। সাকিব কাল মাঠে না এসে গিয়েছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। বিসিবির নিয়ম অনুযায়ী, সাকিবকে দলের সঙ্গে যোগ দিতে হলে করোনা নেগেটিভ হতে হবে। ফলে রাতেই করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দেন ফরচুন বরিশালের অধিনায়ক।