সাকিব আইপিএল না খেললে কাদের লাভ? জানালেন নান্নু
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। যার ফলে এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে না তাকে। আইপিএলে না গেলেও এ সময়ে সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আর ডিপিএলে খেলায় তরুণ ক্রিকেটাররা সাকিবের থেকে শেখার সুযোগ পাবেন বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ চলাকালীন গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক। নান্নু বলেন, ‘অবশ্য অনেকদিন পরপর ডিপিএল খেলে থাকে, তবে তরুণ ক্রিকেটারদের জন্য কিন্তু বিরাট ব্যাপার। সাকিবের সাথে ড্রেসিংরুম শেয়ার করা, অভিজ্ঞতা শেয়ার করা। এটাই অনেক কিছুই শেখার আছে এবং আমার মনে হয় এই অভিজ্ঞতা তরুণরা কাজে লাগাতে পারলে সামনের দিকে ওদেরই অনেক উপকার হবে।’
নান্নু আরও যোগ করেন, ‘সেরা খেলোয়াড়কে সাথে পাওয়া, কাছ থেকে পাওয়া এটা একটি বিরাট ব্যাপার। খেলবে, অফ দ্য ফিল্ডে থাকবে এখানেও অনেক শেখার আছে। ড্রেসিংরুম শেয়ার করেনি, এখানেও শেখার আছে। আমার বিশ্বাস যারা ওর থেকে অভিজ্ঞতা নিতে পারবে, তারা নিজেদেরকে আরও উন্নতি করার জন্য সুযোগ পাবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের জন্য আইপিএলের শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি সাকিব আল হাসান। এ ছাড়া আগামী ৯ থেকে ১৪ মে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। ব্যস্ত সূচির কারণে আইপিএলের মাঝ পর্বও মিস করতেন সাকিব। এসব কারণে এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন বিশ্বসেরা অলরাউন্ডার।