সাকিব কি প্রাপ্য সম্মান পাচ্ছে, প্রশ্ন স্টিভ রোডসের
বাংলাদেশ জাতীয় দলে স্টিভ রোডসের অধ্যায় এখন পুরোনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে আরেকবার বাংলাদেশে কাজ করার সুযোগ হয়েছে তাঁর। সদ্য শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন রোডস।
বাংলাদেশে থাকাকালীন ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি নিজের চাকরি হারানো ও বাংলাদেশে নিজের অতীত অধ্যায় নিয়ে কথা বলেন রোডস। সেই সঙ্গে প্রসঙ্গ ওঠে সাকিব আল হাসানকে নিয়েও।
তবে সাকিবকে নিয়ে রোডসের কণ্ঠে আক্ষেপই শোনা গেল। তাঁর প্রশ্ন, সাকিব যতটা অর্জন করেছেন সেই প্রাপ্য সম্মান সে পাচ্ছে কি না?
রোডসের কথায়, ‘ক্রিকেটে আমার দেখা সবচেয়ে দুর্দান্ত মস্তিষ্কের একজন সাকিব। কিন্তু ক্রিকেটে সাকিব যতটা অর্জন করেছে, ওই সম্মান কি সে পাচ্ছে? নাকি সে শুধুই আমাদের কর্মচারী এবং আমরা তাকে নিয়ন্ত্রণ করব?’
সাকিবকে নিয়ে রোডস আরো বলেন, ‘তার এখনো অনেক কিছু দেওয়ার আছে। এটা খুবই হতাশার হবে যদি সে তার অভিজ্ঞতা এবং জ্ঞান পুরোপুরি ব্যবহারের আগে শেষ করে ফেলে (অবসর)।’
২০১৮ সালের জুন মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেটে দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ পান রোডস। পরের বছর বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর আচমকাই চাকরি হারাতে হয় ইংলিশ কোচকে। বিশ্বকাপ শেষে অনেকটা নীরবেই বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলে দেন এ ইংলিশ কোচ। দুই বছর পর এবার ফের বাংলাদেশে পা আসেন রোডস।