সাকিব টেস্ট খেলবেন কি না তা নিয়ে আলোচনায় বসবে বিসিবি
টেস্ট ক্রিকেটে নিয়মিত পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট খেলা নিয়ে বিরতি চেয়েছিলেন তিনি। এর মূল কারণ ছিল আইপিএলকে ঘিরে। কিন্তু এবারের আইপিএলে দল পাননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। স্বাভাবিকভাবে সে সময় টেস্ট খেলার জন্য ফ্রি থাকবেন তিনি। সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। টেস্ট খেলা নিয়ে সাকিবের ভাবনা জানতে দ্রুতই তাঁর সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাননি সাকিব। খেলেননি নিউজিল্যান্ড সিরিজেও। এবার দক্ষিণ আফ্রিকায় তাঁর যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি রয়েছে।
আজ সোমবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ চলাকালীন সাগরিকার প্রেসবক্সে গণমাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, টেস্ট নিয়ে সাকিবের ভাবনা জানতেই আলোচনায় বসবে বিসিবি।
বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিব একটা চিঠি দিয়েছিল, ৬ মাস টেস্ট খেলবে না। সেটা আইপিএলের নিলামের আগে। এরপর আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল সে শ্রীলঙ্কা সিরিজে খেলবে (মে মাসে), দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলার কথা ছিল না। এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না, পরিস্থিতি বদলে গেছে। সে বলেছে, এই ওয়ানডে সিরিজের পরই সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলবে।’
জালাল ইউনুস আরো বলেন, ‘আমরা ক্রিকেটারদের স্টাফ হিসেবে বিবেচনা করি না। তারাও ক্রিকেটের স্টেকহোল্ডার, চুক্তিগত বাধ্যবাধকতা তাদের থাকে, কিন্তু কারও সমস্যা থাকলে বলতেও পারে। এই সিদ্ধান্ত হচ্ছে আমাদের যে আমরা কীভাবে নেব। সে (সাকিব) যদি মনে করে যে এই বছর খেলব, আগামী বছর খেলব না, বা এই কটা টেস্ট খেলব, এটা বলতে পারে। এই স্বাধীনতা একটা ক্রিকেটারের থাকতে পারে। দেখা যাক, কী বলে। সার্বিক বিষয় নিয়েই কথা হবে, অন্তত এক বছরের পরিকল্পনা জানতে চাই আমরা।’
বিসিবির এই পরিচালকের কথায়, ‘কেউ যদি বলে এই সিরিজে খেলব, অন্য সিরিজে খেলব না, এই ফরম্যাটে খেলব, অন্য ফরম্যাটে খেলব না, এটা তো তাদেরকে পরিষ্কার করতে হবে। আজকে একটা বলল, কালকে আবার বদলে ফেলল। আমরা তাকে সেই সুযোগটা দিচ্ছি যে আলোচনার মাধ্যমে শেষ করতে।’