সাকিব না থাকায় সুবিধা দেখছেন না সিমন্স
বাংলাদেশ দলের মূল ভরসার মুখ সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টের শেষ দিকে সাকিবের না থাকা বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। চোটের কারণে শেষ টেস্টেও তাঁকে পাচ্ছে না স্বাগতিকেরা। স্বাভাবিকভাবে সাকিবের না থাকা প্রতিপক্ষের জন্য সুখবর। কিন্তু তেমনটা ভাবছেন না ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। তিনি মনে করেন, সাকিবের দায়িত্ব পালন করার মতো কাউকে খুঁজে নিতে বাংলাদেশ।
চট্টগ্রাম থেকে প্রথম টেস্টে জয়ের সুখকর স্মৃতি নিয়ে ঢাকায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই টেস্টে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে তারা। সফরকারীদের এবারের মিশন ঢাকা টেস্ট। এই টেস্টে চোটের কারণে থাকছেন না সাকিব। বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার না থাকার ব্যাপারটি নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘এটা (সাকিবের না থাকা) আমাদের সুবিধা দেবে না। এটা ঠিক, বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সে। তবে তাদের অনেক স্পিনার এবং ব্যাটার আছে, যারা এখানে স্পিন বোলিং করতে পারে। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের মতো এমন কাউকে তারা খুঁজে নেবে। সাকিবের মতো ভালো হয়তো হবে না, তবে টেস্টের জন্য যথেষ্টই ভালো হবে। তার অনুপস্থিতিতে আমাদের কাজ সহজ হয়ে যাবে, তেমনটা আমরা ভাবতে পারি না। এই ম্যাচ আমাদের জন্য সহজ হবে না।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরেছিলেন তিনি। সম্প্রতি নতুন করে আবার চোটে আক্রান্ত হন তিনি। গত শুক্রবার বাঁ পায়ের ঊরুতে চোট পান তিনি। এমআরআই রিপোর্টে নতুন চোট ধরা পড়ে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় অস্বস্তিবোধ করেন সাকিব। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশসেরা ক্রিকেটারকে।
চলমান সিরিজের প্রথম টেস্টে দুদিন খেলেছিলেন, শেষ তিন দিন আর খেলতে পারেননি সাকিব। আপাতত বিসিবির মেডিকেল বিভাগ তাঁর চিকিৎসা চালিয়ে যাবে। চোটের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকবে।