সাকিব ফিরে এলেন পুরোনো রূপে
যত বিতর্ক, তত বিধ্বংসী সাকিব আল হাসান। যখন সমালোচনার মুখে থাকেন, তখনই আরও বেশি ভালো খেলেন। আইপিএল ইস্যুতে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত যেতে পারেননি। এবারের আইপিএলে খেলাই হবে না বাংলাদেশি তারকার।
বিতর্কের আগুনে ঘি ঢালতেই যেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে চুপচাপ সাকিব বল হাতে নিলেন ৬৫ ওভার পর। চারিদিকে শোরগোল, সাকিব মিরপুরে থাকলেও মনটা কি তাহলে কলকাতায়?
সাকিব কৌতূহল তৈরি করেন, তবে বেশিক্ষণ জমিয়ে রাখেন না। প্রশ্নের উত্তর দিলেন, বল হাতে করলেন তিন ওভার, আবার দ্বিতীয় দিনেও জ্বললেন ব্যাটে-বলে। প্রথমে ব্যাট হাতে, পরে বল হাতে।
আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে সেঞ্চুরির খুব কাছে গিয়েও থেমেছেন ৮৭ রানে। ১৪ চারের মারে ৯৪ বলে সাকিবের রান ৮৭।
ইনিংসটি ভক্তদের জন্য আনন্দের। সঙ্গে জন্ম দেয় আফসোসের। আরেকটি শতকের কাছাকাছি গিয়েও পাওয়া হলো না। ব্যাট হাতের দুরন্ত সাকিব বল হাতেও উজ্জ্বল দ্বিতীয় দিন শেষে। প্রথম ইনিংসে ৬৫ ওভারের পর বোলিংয়ে আসেন। পুরো ইনিংসে ৭৭.২ ওভারের মধ্যে হাত ঘুরিয়েছেন মাত্র ৩ ওভার। উইকেট পাননি একটিও। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বল হাতে তুলে নেন তিনি। প্রথম ওভারেই ফেরান জেমস ম্যাককলামকে। এরপর আবারও আঘাত হানেন। এবার সাকিবের শিকার কার্টিস ক্যাম্পার। প্রথম ইনিংসে ৩৪ রান করা ক্যাম্পার দ্বিতীয় ইনিংসে হুমকি হতে পারতেন বাংলাদেশের জন্য।
দ্বিতীয় ইনিংসে সাকিব বল করেছেন ৭ ওভার। ১১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। দিনশেষে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা আইরিশরা। তৃতীয় দিনে বাংলাদেশ মাঠে নামবে চালকের আসনে থেকে ম্যাচটা মুঠোয় পুরে জয় তুলে নিতে। আর সেখানে সাকিবই চালক। একদিন আগেও যাকে নিয়ে বিতর্ক চলছিল, দিন পার হতেই চেনা রূপে ফিরে আসলেন বিশ্বসেরা অলরাউন্ডার।