সাকিব-মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে আইপিএলের দল
এই ডিসেম্বরের শেষদিকে হতে পারে আইপিএলের নিলাম। মেগা নিলামের আগে সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, মুস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস।
গতকাল মঙ্গলবার রাতে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। তালিকায় নেই সাকিব-মুস্তাফিজের নাম।
গত আসরে সাকিবকে দলে নেয় কলকাতা। এক মৌসুম খেলিয়েই আবার তাঁকে ছেড়ে দেয়। অবশ্য এর আগে ২০১১ থেকে টানা ছয় মৌসুম কলকাতার হয়ে খেলেছিলেন এই বাংলাদেশি তারকা।
২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন তিনি। নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে খেলতে পারেননি তিনি। গত আইপিএলে কলকাতার হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পারেননি সাকিব।
গত আইপিএলের রাজস্থানের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। তিনি ২০১৬ আইপিএল প্রথম খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। পরের আসরে হায়দরাবাদের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলে তিনি ছিলেন। পরে তাকে ছেড়ে দেয় তারা। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছিলেন কাটার-মাস্টার।