সাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টিন কমানোর চেষ্টা করছে বিসিবি
বাংলাদেশে দুই ব্যক্তির শরীরে করোনার ভারতীয় ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। দুজনই সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে এসেছেন। তাই সম্প্রতি ভারত থেকে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে সতর্ক বিসিবি। এই দুই ক্রিকেটারকে ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে বলেছে স্বাস্থ্য অধিদফতর। অবশ্য সামনে শ্রীলঙ্কা সিরিজ বলে তাঁদের কোয়ারেন্টিন পর্ব কমানোর চেষ্টা করছে বিসিবি।
আজ শনিবার বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘আমরা চেষ্টা করছি কোয়ারেন্টিন পর্ব কমানোর। আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা খেলোয়াড়দের অনুশীলনে নামানো। আমরা তাঁদের ব্যাপারে সবুজ সংকেত পেয়েছি।’
বিসিবির সিইও আরও বলেন, ‘খেলোয়াড়দের জন্য একটি বিশেষ প্রোটোকল রয়েছে। তা সাধারণ যাত্রীদের যেমন, তেমন নয়। সাধারণ যাত্রীরা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে চড়েছেন, দেশে ফেরার পর সরকারের প্রোটোকল মানতে হচ্ছে। তবে খেলাধুলার ক্ষেত্রে যাঁরা আছেন, তাঁদের অন্য প্রোটোকল বজায় রাখতে হচ্ছে। একটি নির্দিষ্ট সময় পর তাদের করোনা পরীক্ষা করতে হয়।, কয়েকবার পরীক্ষা করানোর পর নেগেটিভ এলে তাঁরা যে কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেন।’
সাকিব-মুস্তাফিজ প্রসঙ্গে বিসিবির সিইও বলেন, ‘আমরা তাঁদের বিষয়টি নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। শ্রীলঙ্কা থেকে যাঁরা এসেছেন তাঁরা এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে। কারণ তাঁরা জাতীয় দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগ দেবেন। যাঁরা ভারত থেকে এসেছেন, তাদের প্রেটোকল আলাদা। তবে আমরা তাদের বিষয়ে কাজ করছি, আশা করছি ইতিবাচক সাড়া পাব।’