সাবধানী শুরুর পর তামিমের বিদায়
লক্ষ্যটা ৩২০। বৃষ্টিবিঘ্নিত ৪৫ ওভারের ম্যাচে যা বেশ কঠিন লক্ষ্য বাংলাদেশের জন্য। এতোবড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে বাংলাদেশ। ফের একবার ব্যর্থতার প্রমাণ দিলেন অধিনায়ক তামিম ইকবাল। শেষ কয়েক ম্যাচে হাসি নেই তামিমের ব্যাটে।
আজ শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে ৩২০ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে ব্যাটিং করলেও দলীয় ৯ রানের মাথায় মার্ক অ্যাডাইর-এর বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে জর্জ ডকরেলের হাতে ধরা পড়েন তামিম। আউটের হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৭ রান।
এর আগে ৬ উইকেট হারিয়ে হ্যারি টেক্টরের দুর্দান্ত সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৩১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। তাই এখন দেখার বিষয় এতো বড় সংগ্রহ কিভাবে তাড়া করে বাংলাদেশের ব্যাটাররা।