সাব্বিরদের রূপগঞ্জের আরেকটি হার
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না লেজেন্ডস অব রূপগঞ্জ। নয় ম্যাচের দুটিতে জয় পাওয়া রূপগঞ্জ এবার পেল পঞ্চম হারের স্বাদ। মূলত ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে দলটি।
আজ সোমবার প্রিমিয়ার লিগের ৪৯তম ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে ১৪ রানে হেরেছে রূপগঞ্জ। জয়ী দল দোলেশ্বরের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন কামরুল ইসলাম রাব্বি। চার ওভারে ১৫ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাব্বি।
এদিন বিকেএসপিতে টস হেরে আগে ব্যাটিং করে মাত্র ১১৮ রান করে দোলেশ্বর। এই রানই তাড়া করতে পারেনি রূপগঞ্জ। জবাব দিতে নেমে ১০৪ রানের থেমে যান সাব্বির রহমানরা।
এই জয়ের মাধ্যমে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে উঠল দোলেশ্বর।
অন্যদিকে, একের পর এক পরাজয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে রূপগঞ্জ। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে প্রাইম ব্যাংক।
এদিন আগে ব্যাট করা দোলেশ্বরের হয়ে ব্যাট হাতে সর্বাধিক ২৯ রান করেন ফজলে মাহমুদ। বাকিরা কেউই ২০-এর ঘর পার হতে পারেননি। দ্বিতীয় সর্বাধিক ১৭ রান করেন শামিম হোসেন। অন্যদিকে রূপগঞ্জের হয়ে ৩০ রান করেন আল আমিন। ১৯ বলে ২৩ রান করেন আজমির আহমেদ। মোহাম্মদ শহীদের ব্যাট থেকে আসে ২১ রান। টানা ব্যর্থ থাকা সাব্বির করেন কেবল এক রান।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ১৯.৫ ওভারে ১১৮ (ইমরান ৫, শরিফুল্লাহ ২, সাইফ ১৬, ফজলে মাহমুদ ২৯, মার্শাল ১৩, শামীম ১৭, ফরহাদ ৮, রেজাউর ৪, এনামুল জুনি. ৩*, শফিকুল ৬; সানজামুল ৪-০-১৫-১, নাবিল ৪-০-১৭-২, শহীদ ৩.৫-০-২৮-৩, সোহাগ ২-০-১৬-২, মুক্তার ৪-০-৩২-১, হোসেন ২-০-৭-১)।
লেজেন্ডস অব রূপগঞ্জ : ২০ ওভারে ১০৪/৮ (পিনাক ৫, আজমির ২৩, সাব্বির ১, আল আমিন জুনি. ৩০, সানজামুল ০, জাকের ১৩, সোহাগ ১, মুক্তার ৪, শহীদ ২১*, হোসেন ০*; শফিকুল ৩-০-৬-২, শরিফুল্লাহ ১-০-৬-১, রেজাউর ৪-০-১৭-০, এনামুল জুনি. ৪-০-২২-১, কামরুল ৪-০-১৫-৩, ফরহাদ ৪-০-৩৫-১)।
ফল : প্রাইম দোলেশ্বর ১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : কামরুল ইসলাম রাব্বি।