সাব্বিরের সেঞ্চুরির দিনে রূপগঞ্জের জয়
দারুণ সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে তিনশ ছাড়ানো পুঁজি এনে দেন সাব্বির রহমান। বল হাতে বাকি কাজ সারেন নাবিল সামাদ। তিনি একাই নেন পাঁচটি উইকেট। দুই বিভাগের দাপটে চলমান প্রিমিয়ার লিগে আরেকটি জয় তুলে নিল লিজেন্ডস অব রূপগঞ্জ।
আজ সোমবার প্রিমিয়ার লিগে নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫৫ রানের বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের জয়ের দিনে ১১১ বলে ১২৫ রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন সাব্বির রহমান।
এই জয়ের মাধ্যমে রূপগঞ্জের পয়েন্ট হলো ১৬। এই মুহূর্তে টেবিলের দুই নম্বরে আছে তারা। তবে ২০ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শিরোপার পথে হাঁটছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগে চার ম্যাচে দুটিতে জিতলেই প্রথমবার ঢাকা লিগের শিরোপা জিতবে ইমরুল কায়েসের দল।
সাভারের বিকেএসপিতে আজ মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ও রূপগঞ্জ। দুই রূপগঞ্জের লড়াইয়ে আগে ব্যাট করতে নামেন সাব্বিররা। তাতে ৮৮ বলে শতকের দেখা পান সাব্বির রহমান। শেষ পর্যন্ত ১১১ বলে ১২৫ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল সমান আটটি করে বাউন্ডারি ও ছক্কা দিয়ে।
সাব্বির ছাড়াও চেরাগ জানি খেলেন ৯৫ রানের অপরাজিত ইনিংস। দুই ব্যাটারের দিনে নির্ধারিত ৫০ ওভারে ৩২৫ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ।
এই রান তাড়া করতে নেমে ২৭০ রানেই থেমে যায় নবাগত রূপগঞ্জ টাইগার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একাই পাঁচ উইকেট নিয়ে রূপগঞ্জ টাইগার্সকে থামিয়ে দেন নাবিল সামাদ। তিনি ছাড়াও মাশরাফী বিন মোর্ত্তজা নেন একটি উইকেট। সঞ্জিত সাহা নেন দুটি উইকেট।