সালাহর হ্যাটট্রিকে লিভারপুলের উচ্ছ্বাস, দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন-নাপোলি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের খেলায় রেঞ্জার্সের বিপক্ষে গোল বন্যা বইয়েছে লিভারপুর। মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে রেঞ্জার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। সালাহ ছাড়াও রবার্তো ফিরমিনো করেন জোড়া গোল।
৬ মিনিটের ব্যবধানে ৩ গোল করা সালাহ এদিন একাদশেই ছিলেন না। ৬৮ মিনিটে বদলি হিসেবে নেমে লন্ডভন্ড করে দেন রেঞ্জার্সের ডিফেন্স। রেঞ্জার্সের সান্তনা একটাই, ম্যাচের প্রথম গোলটি তারা দিয়েছে।
এদিকে, ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে তাদের মাঠে ৪-২ গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ১০ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ১৪ মিনিটে টমাস মুলারের গোলের পর ২৫ ও ৩৫ মিনিটে লিওন গোরেৎকার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচ শেষ করে বায়ার্ন।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল প্লাজেন। চার গোল শোধ করা সহজ নয়। ৬২ ও ৭৫ মিনিটে দুই গোল শোধ করলেও পরাজয় এড়ানো সম্ভব হয়নি। এই জয়ে পরের পর্ব নিশ্চিত করে বায়ার্ন।
রাতের অন্য খেলায় নাটকীয়তায় ঠাসা ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ৩-২ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। সন হিউ মিংয়ের জোড়া গোলের পাশাপাশি পেনাল্টি থেকে অপর গোলটি করেন হ্যারি কেইন।
চার ম্যাচের সবকটিতে জিতে পরের পর্ব নিশ্চিত করেছে উড়তে থাকা নাপোলি। নিজেদের স্টেডিয়াম স্তাদিও ডিয়েগো আরামান্দো ম্যারাডোনাতে আয়াক্সকে ৪-২ গোলে হারিয়েছে নাপোলি। আগের লেগে নাপোলি আমস্টারডামে আয়াক্সকে ৬-১ গোলের লজ্জা দেয় তাদেরই মাঠে।
এ ছাড়া, বেয়ার লেভারকুসেনের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে পোর্তো। স্পোর্টিং লিসবনকে ২-০ গোলে পরাজিত করেছে অলিম্পিক মার্শেই।