সাড়ে চার বছর পর একাদশে সোহান, ফিরেছেন মুস্তাফিজ
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে সুযোগ পেলেন তিনি। সাড়ে চার বছর পর বাংলাদেশ দলের ওয়ানডে একাদশে ফিরেছেন সোহান। সর্বশেষ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দেশের হয়ে খেলেছিলেন উইকেটকিপার এই ব্যাটসম্যান।
সোহান ছাড়াও তৃতীয় ওয়ানডে দলের একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। চোটের কারণে প্রথম দুই ম্যাচে ছিলেন না কাটার-মাস্টার। তাঁর বদলে সুযোগ পেয়েছিলেন তরুণ পেসার শরিফুল ইসলাম। আজ শরিফুলকে সরিয়ে ফের দলে ফিরেছেন মুস্তাফিজ। শরিফুল ছাড়াও চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের মতো একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়েও। স্বাগতিকদের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার টিনাশে কামুনহুকামউই। তাঁর বদলে চোট কাটিয়ে ফিরেছেন রায়ান বার্ল। বিশ্রামে রাখা হয়েছে বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভাকে। তাঁর জায়গায় ফিরেছেন আরেক পেসার ডোনাল্ড তিরিপানো।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে লাল-সবুজের দল। আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
টস জয়ের পর তামিম জানান, উইকেট আগের ম্যাচের মতোই ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। তবে পেসারদের যা একটু সহায়তা থাকবে, তা প্রথম ঘণ্টায়। সেই সুবিধা কাজে লাগাতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
ম্যাচটিতে জিতলে বিশ্বকাপ সুপার লিগে শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জিতে ২০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ শেষ ওয়ানডেতে আরও ১০ পয়েন্ট পেতে মুখিয়ে আছে।
সাম্প্রতিক পারফরম্যান্সে জিম্বাবুয়ে থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। এক সময়ের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এ নিয়ে টানা পাঁচটি সিরিজ জিতেছে লাল-সবুজের দল। এ ছাড়া জয় এসেছে টানা ১৮ ম্যাচে। এবার সিরিজ জয়ের পাশাপাশি জিম্বাবুয়কে প্রথমবার তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার হাতছানি সাকিব-তামিমদের সামনে।
এ ছাড়া আজ জিম্বাবুয়েকে হারাতে পারলে তাদের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরি করবে বাংলাদেশ। এখন পর্যন্ত দুদলের মধ্যকার ৭৭ ম্যাচের মধ্যকার ৪৯টিতে জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ে জিতেছে ২৮টিতে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), টিমাইসেন মারুমানি, রায়ান বার্ল, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, লুক জঙ্গুয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা।