সিনিয়র-জুনিয়রদের থাকা না থাকায় কিছু যায় আসে না : হাথুরুসিংহে
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। ওয়ানডে দল যেখানে অভিজ্ঞতায় স্বয়ংসম্পূর্ণ, সেখানে টি-টোয়েন্টি দল অনেকটাই তারুণ্যনির্ভর। সিনিয়র ক্রিকেটার বলতে একমাত্র সাকিবই। তবে এসব নিয়ে ভাবতে নারাজ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে অধিনায়কত্বের দায়িত্বে ছিল তামিম ইকবালের কাঁধে। পাশাপশি দলে ছিল মুশফিক-মাহমুদউল্লাহর মতো সিনিয়ররা। তবে সেই তুলনায় টি-টোয়েন্টি দলে সাকিব ছাড়া কেউই নেই। মুশফিক-তামিম টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন। আর মাহমুদউল্লাহ দলে সুযোগ পাচ্ছেন না। সবমিলিয়ে তারুণ্যনির্ভর এক দলই বাংলাদেশ।
আজ বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে সিনিয়র-জুনিয়র প্রসঙ্গে হাথুরুসিংহে জানিয়েছেন, ‘দলের স্পিরিট খুবই ভালো। সিনিয়র-জুনিয়র নিয়ে আমার কিছু আসে যায় না।’
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে।’
হাথুরুসিংহে আরও যোগ করেন, ‘আমাদের কন্ডিশনে তারা (ইংল্যান্ড) আমাদের চেয়ে ভালো নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহূর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ । প্রথম বারের মতো টি-টোয়েন্টিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে সফরকারী ইংল্যান্ড নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া।