সিরিজের শেষটা ভালো করার আশ্বাস তামিমের
ইংল্যান্ড তাদের পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে আসেনি, সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে পূর্ণশক্তির দল না নিয়েও যে বাংলাদেশকে এভাবে সিরিজ হারের লজ্জা দিবে ইংলিশরা। তা হয়তো স্বপ্নেও ভাবেনি হাথুরুসিংহে।
প্রথম ওয়ানডেতে হারের পর বাংলাদেশের সামনে সুযোগ ছিল দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফেরার। সেই সুযোগও হাতছাড়া করেছে স্বাগতিকরা। ১৩২ রানের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে ছাড়তে হয়েছে মাঠ। কেন এমন বাজেভাবে সিরিজ হারল বাংলাদেশ, ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সেই ব্যাখাই দিলেন অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে সিরিজের শেষ ম্যাচে ভালো করার আশ্বাস দিলেন অধিনায়ক।
তামিম বলেন, ‘আমি মনে করি আমরা যেভাবে বোলিং শুরু করেছি তা হতাশাজনক ছিল। প্রথম ৪-৫ ওভারে কিছুটা সুইং ছিল এবং আমরা রানআউটের কয়েকটি সুযোগ পেয়েছি তবে সেগুলো নিতে পারিনি। আপনি যখন এই ধরনের একটি খেলায় হারেন, অনেক লোকের দিকে আঙুল তুলতে পারেন কিন্তু আমি মনে করি, আমরা একটি দল হিসেবে ভালো করতে পারিনি।'
ইংল্যান্ড আরও বড় রানের লক্ষ্য দিলেও সেই রান তাড়া করার চেষ্টা করতেন জানিয়ে তামিম বলেন, ‘ওরা যদি ৪০০ রানও করতো, আমরা চেষ্টা করতাম। পারি বা না পারি সেটা অন্য ব্যাপার। তবে চেষ্টা করতাম। আমার কাছে মনে হয় আমিও সাকিব যতক্ষন ছিলাম চেষ্টা করেছি। তবে যেটা বললাম ৩০-৩৫-৫০ এই লক্ষ্য তাড়ার জন্য যথেষ্ট না।’
শুরুতে ব্যাটারদের ব্যর্থতা প্রসঙ্গে তামিম আরো বলেন, ‘আপনি যখন প্রথম ২-৩ ওভারে তিনটি উইকেট হারান, তখন এটি খুব কঠিন হয়ে যায়। আমি এবং সাকিব নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আমার শটটি আজ বের হননি কিন্তু আমি অনুভব করেছি যে আমরা এখন ৩০০ এর বেশি তাড়া করছিলাম তখন এভাবেই খেলতে হতো। সাকিব যে অভিপ্রায় দেখিয়েছিল তা ভাল ছিল, কিন্তু দুঃখের বিষয় এটি স্থায়ী হয়নি। আমরা চেষ্টা করব সিরিজটা ভালোভাবে শেষ করতে।’