সিরিজের সেরা ব্যাটারও হয়েছেন তামিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ যে সাফল্য পেয়েছে, তাতে অন্যতম অবদান রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল। বিশেষ করে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন তিনি। সিরিজসেরার পুরস্কার পাওয়া এই তারকা ব্যাটার সবচেয়ে বেশি রানও সংগ্রহ করেছেন।
তিন ম্যাচে তিন ইনিংস খেলে ১১৭ রান করেন তামিম। তিনি প্রথম ম্যাচে ৩৩, দ্বিতীয় ওয়ানডেতে ৫০ এবং তৃতীয় ম্যাচে ৩৪ রান করেন।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। একটি হাফসেঞ্চুরিতে ৯১ রান করেন তিনি। শেষ ওয়ানডেতে ৭৩ রানের একটি ইনিংস খেলেন পুরান।
তৃতীয় সর্বোচ্চ ৮৩ রান করেন বাংলাদেশের লিটন দাস। সিরিজের তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করেন এই বাংলাদেশি ব্যাটার। শেষ ওয়ানডেতে ৫০ রান করেন তিনি।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটার
তামিম ইকবাল – তিন ম্যাচ মোট ১১৭ রান, সর্বোচ্চ ৫০* রান
নিকোলাস পুরান – তিন ম্যাচে মোট ৯১ রান, সর্বোচ্চ ৭৩ রান
লিটন দাস – তিন ম্যাচে মোট ৮৩ রান, সর্বোচ্চ ৫০ রান
মাহমুদউল্লাহ – তিন ম্যাচে মোট ৬৭ রান, সর্বোচ্চ ৪১* রান
নাজমুল হোসেন শান্ত – তিন ম্যাচে ৫৮ রান, সর্বোচ্চ ৩৭ রান