সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে সহজেই হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে লাল-সবুজের দল জিতেছে ছয় উইকেটে।
পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা।
ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ৯২ রানে ইনিংস গুটিয়ে নেয়। রিতু, নাহিদা ও রাবেয়া তিনটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধস নামান।
সফরকারী দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আন্নেকে বোস। আর কেউ যেতে পারেননি বিশের কোটায়।
ছোট লক্ষ্য তাড়ায় জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ মুর্শিদা খাতুনের। তিনি ৭১ বলে সাতটি চারে ৪৬ রান করেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ১৩ রান। রুমানা আহমেদ ২ ও লতা মন্ডল ৬ রানে অপরাজিত থাকেন।
একই মাঠে আগামী রোববার চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।