সিরিজ জিতে নিয়েছে ভারত
পেসার শার্দুল ঠাকুরের দুর্দান্ত বোলিং, পরে সঞ্জু স্যামসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে হারারেতে দারুণ জয় পেয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে তারা। আজ শনিবার দ্বিতীয় ওডিআইতে ভারতকে জিততে খুব বেশি ঘাম ঝরাতে হয়নি।
টসে হেরে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে মাত্র ১৬১ রানে ইনিংস গুটিয়ে নেয়। ভারত পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে ভারত।
ছোট লক্ষ্যের জবাবে শিখর ধাওয়ান ও শুভমান গিল দুজনেই ৩৩ করে নেন। আর স্যামসন ৪৩ করেন। তিনি ৩৯ বলে এই রান করেন। দীপক হুদা করেন ২৫ রান।
এর আগে জিম্বাবুয়ের ইনিংসে শন উইলিয়ামস ৪২ রান করেন ৪২ বল খরচ করে। রায়ান বার্ল ৪৭ বলে ৩৯ রান করেন তিন বাউন্ডারি ও এক ছক্কায়। আর আন্যরা সুবিধা করতে পারেননি।
ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ১৬ ও প্রসিধ কৃষ্ণ ২৮ রানে একটি করে উইকেট নেন। আর শার্দুল ঠাকুর তিন উইকেট নেন ৩৮ রানে।
তৃতীয় ওয়ানডে আগামী ২২ আগস্ট।