সিরিজ জিতে ফাইনালে ভারত
তৃতীয় টেস্ট দুই দিনেই জিতেছিল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে তারা জিতেছে তিন দিনে। আহমেদাবাদে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ইনিংস ও ২৫ রানে হারিয়ে ভারত সিরিজ জেতার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও নিশ্চিত করে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৫ রান করে। দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানেই থেমে যায় তারা। আর ভারত প্রথম ইনিংসে কেরেছিল ৩৬৫ রান।
শেষ টেস্টেও ভারতের জয়ের নায়ক অক্ষর-অশ্বিন জুটি। প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন অক্ষর। অশ্বিনও দখল করেন পাঁচ উইকেট। চালমান টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকার শীর্ষেই দুই ভারতীয় স্পিনার। অশ্বিন ৩২ উইকেট এবং অক্ষর নেন ২৭ উইকেট।
এদিন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরান থেকে বঞ্চিত হলেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ায় পন্তের মতোই ব্যাট হাতে ঝলক দেখিয়ে ছিলেন ওয়াশিংটন সুন্দর। আহমেদাবাদে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতরানের মুখে দাঁড়িয়ে ছিলেন তিনি। তবে সঙ্গীর অভাবে ভারতের ইনিংস শেষে ৯৬ রানেই অপরাজিত থাকতে হয় ওয়াশিংটনকে।
গতকাল পন্ত দারুণ খেলেছিলেন। এদিন ওয়াশিংটন অক্ষরের সঙ্গে দারুণ খেলছিলেন। ঋষভ পন্ত গতকাল আউট হয়ে যাওয়ার পরে অক্ষর-ওয়াশিংটন জুটি ৯৫ রানের জুটি গড়েন। সে সময় হাফসেঞ্চুরির কাছে দাঁড়িয়ে ছিলেন অক্ষরও। তবে জো রুটের সরাসরি থ্রো-য়ে ৪৩ রানে অক্ষর প্যাটেল আউট হতেই শেষ ভারতের প্রতিরোধ। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়ার ফাঁকেই বেন স্টোকস পরপর আউট করে দেন মোহাম্মদ সিরাজ ও ইশান্ত শর্মাকে।