সিরিজ জয়ের লক্ষ্যে বোলিংয়ে বাংলাদেশ
একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও উড়ন্ত জয়ে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ আজ শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে ম্যাচটিতে টস হেরে আগে বোলিংয়ে বাংলাদেশ । ম্যাচ শুরুর সময় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
গতকাল বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের দল। কালকের ম্যাচটি ছিল বাংলাদেশের ১০০তম টি-টোয়েন্টি। ওয়ানডে ও টেস্টের পর টি-টোয়েন্টির ১০০তম ম্যাচেও জিতল বাংলাদেশ।
কাল ম্যাচটিতে ওপেনিং জুটিতে বাংলাদেশের হয়ে রেকর্ড গড়েছেন সৌম্য ও নাঈম। দুজনে মিলে আজ গড়েন ৮০ বলে ১০১ রানের জুটি। এটিই এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটিও অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল। গত বছর ঢাকায় এই জিম্বাবুয়ের বিপক্ষেই ওপেনিংয়ে ৯২ রানের রেকর্ড জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। কাল সেই রেকর্ড ভাঙলেন সৌম্য ও নাঈম।
একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের স্বস্তি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও এলো জয়ের স্বস্তি। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের।
অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কখনও হারেনি বাংলাদেশ। আগের পাঁচ সিরিজের দুটিতে জিতেছে লাল-সবুজরা, অন্য তিনটি ড্র হয়েছে।
বাংলাদেশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।