সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সবকিছু ঠিক থাকলে আজ রোববার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এখন আজকের ম্যাচটি হলো সিরিজ জয়ের মিশন। সেই লক্ষ্যে হারারের স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ম্যাচ শুরুর সময় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
আজ জিতলে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টির শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ। হারলেই হাতছাড়া হবে টি-টোয়ন্টি সিরিজ।
চলমান জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও উড়ন্ত জয়ে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার দেখে বাংলাদেশ। বাজে ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেছে বাংলাদেশ।
তাই তিন ম্যাচের সিরিজে আজ শেষটি হবে শিরোপা নির্ধারণী। সিরিজ জয়ের জন্যই লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কখনও হারেনি বাংলাদেশ। আগের পাঁচ সিরিজের দুটিতে জিতেছে লাল-সবুজরা, অন্য তিনটি ড্র হয়েছে।
শেষ টি-টোয়েন্টি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘যেহেতু আর একটা ম্যাচ বাকি আছে। তাই আমরা ম্যাচটা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ম্যাচটি জয়ের জন্য।’
মাহমুদউল্লাহ আরো বলেন, ‘একটা ম্যাচে আমরা ভালো করতে পারিনি। তার মানে এই নয় যে আমরা খারাপ দল হয়ে গেছি। ওইদিন ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমরা ভালো খেলিনি। ফিল্ডিংয়ে কিছু সুযোগ ছিল, আমরা নিতে পারিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম হয়। এই ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না করি, সেই চেষ্টা থাকবে।’
নিজের দল নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের ব্যাটিং অর্ডার ও বোলিং, দুই দিকেই আমাদের ফ্লেক্সিবিলিটি আছে। আমি মনে করি, আমাদের দল দারুণ ব্যালান্সড। আপনি যদি স্পিন বোলিং বিভাগ দেখেন, পেস বোলিং দেখেন, অলরাউন্ডারদের দেখেন, সব জায়গাগুলিই আমরা পূর্ণ করি।’
বাংলাদেশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।