সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশার ঘোর এখনো কাটেনি। এরই মধ্যে ঘরের মাঠে আরেকটি সিরিজ শুরু হলো হতাশা দিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
গতকাল শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েও পারেনি বাংলাদেশ। অল্প পুঁজি নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত হেরে যায় ৪ উইকেটে।
প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে সফরকারীদের। তাই সিরিজে টিকে থাকতে আজ জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
অধিনায়ক মাহমুদউল্লাহও আজ আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামার আভাস দিয়েছেন। গত ম্যাচের হারের পর তিনি বলেছিলেন, 'যখন আমরা টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলাম তখন, উইকেট দেখেই মনে হয়েছিল ব্যাটিংয়ের জন্য খুব ভালো হবে। কিন্তু পরে দেখলাম বোলারদেরও বেশ সাহায্য করল। আশা করি, আরও ভালো পরিকল্পনা নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে পারব।’
বাংলাদেশ দল : মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।