সিলেটে আরেকটি আন্তর্জাতিক স্টেডিয়ামের উদ্বোধন
দেশের ক্রিকেট উন্মাদনাকে ছড়িয়ে দিতে সিলেটে আরো একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ৩ একর জমিতে ‘সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২’ নামে নতুন স্টেডিয়ামের উদ্বোধন করা হয়।
সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ স্টেডিয়ামের উদ্বোধন করেন পররাষ্টমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এ সময়ে সিলেট জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত নতুন একটি ভবনেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার পর পর্যটন নগরী নয়নাভিরাম সিলেটকে আধুনিক ক্রীড়াঙ্গনের হাব হিসেবে গড়ে তোলা হবে। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২ এর উদ্বোধন করা হয়।’
এছাড়াও সিলেট জেলা স্টেডিয়ামকে ঢেলে সাজানোর লক্ষ্যে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সিলেট জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অচিরেই এখানে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি টেনিস কমপ্লেক্স নির্মাণ করা হবে। একই সঙ্গে বৃহত্তর সিলেটের ১২টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সব প্রকল্প বাস্তবায়ন হলে সিলেটের ক্রীড়াঙ্গন এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস।’
সিলেটের লাক্কাতুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ-পূর্ব পাশে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২ তৈরি করা হয়েছে। সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যরা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।