সীমিত ওভারের সিরিজে খেলতে পারেন তাসকিন-শরিফুল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর। দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ওয়ানডে-টি-টোয়েন্টি সিরিজে খেলার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছেন।
দুজনই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। টিম ম্যানেজমেন্ট তাদের সাদা বলের সিরিজের দলে অন্তর্ভুক্ত করতে পারেন।
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে কব্জিতে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান শরিফুল। তিনি গতকাল শনিবার থেকে বিসিবি ইনডোরে বোলিং শুরু করেন।
ইনজুরির পর নেটে প্রথম দিন শেষ করার পর শরিফুল ক্রিকবাজকে বলেন, ‘আমি আমার বোলিং শুরু করেছি। ছয় ওভার বল করেছি। আশা করছি এক সপ্তাহ পর আমি পুরো ছন্দে বল করতে পারব।’
অবশ্য তাসকিন এখনো প্রস্তুতি শুরু করেননি। দক্ষিণ আফ্রিকা সফরের সময় কাঁধে চোট পাওয়া তাসকিন শ্রীলঙ্কা সিরিজ মিস করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারছেন না। তিনি পুনর্বাসন কর্মসূচির মধ্যে রয়েছেন।
এ ব্যাপারে তাসকিন বলেন, ‘আমি একদিনে চার ওভার বল করেছি। সাদা বলের সিরিজের প্রস্তুতির জন্য ফিজিওর নির্দেশনা অনুসরণ করছি। আমি এই মুহূর্তে কোনো ব্যথা অনুভব করছি না। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আমার পুরো ছন্দ ফিরে পেতে চাই।’
তাসকিনকে টি-টোয়েন্টিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। টিম ম্যানেজমেন্টের বিবেচনায় রয়েছেন তিনি। পরে দলের সঙ্গে যোগ দিতে পারেন এই তারকা পেসার।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেন, ‘স্কোয়াড ঘোষণা করার সময় আমরা বলেছিলাম টি-টোয়েন্টিতে তাসকিনের অন্তর্ভুক্তি ফিটনেস সাপেক্ষে। যদি সে স্বাভাবিকভাবে ফিট থাকে তাহলে টি-টোয়েন্টিতে অন্তর্ভুক্ত করা হবে।’
১৬-২০ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট এবং ২৪-২৮ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট হবে।
প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।
১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।