সুপার ওভারের রোমাঞ্চে জিতল মোহামেডান
আসরে প্রথম সুপার ওভার দেখল এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আজ বুধবার টুর্নামেন্টের ৫৭তম ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চে খেলাঘরকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই জয়ের সুবাদে সুপার লিগে পথে এগিয়ে গেল মোহামেডান।
বৃষ্টির কারণে ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৮৮ রান করে মোহামেডান। এই রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ৮৮ রানেই থেমে যায় খেলাঘর। তাই ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সাভার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে সুপার ওভারে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৩ রান তোলে খেলাঘর। ওই লক্ষ্য সহজেই টপকে যায় মোহামেডান। জবাবে প্রথম বলেই ছক্কা হাঁকান ইরফান শুক্কুর। পরে আবদুল মজিদ হাঁকান বাউন্ডারি। শেষ বলে জয়ের জন্য দরকার হয় এক রানের। কাভারে বল পাঠিয়ে এক রান নিয়ে দলকে জয় উপহার দেন শুক্কুর।
এর আগে মূল ম্যাচে মোহামেডানের হয়ে ব্যাট হাতে ভালো করেন আবদুল মজিদ। কিন্তু বাকিরা সবাই ব্যর্থ হন। ইরফান হোসেনের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি মোহামেডানের ব্যাটসম্যানরা। মজিদ ছাড়া কেউই ১০ এর ঘর পার হতে পারেনি। খেলাঘরের বোলার ইফরান ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা ছিল ২৩ রানে ৩ উইকেট।
রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খেলাঘর। পরে উইকেট থাকলেও রানের গতি ভালো ছিল না। নির্ধারিত ওভারে থামে ৮৮ রানে। সর্বোচ্চ ৩৩ রান করেন মাসুম খান। ২৮ রান করেন অধিনায়ক জহুরুল ইসলাম। ১৬ বলে ১৪ রান করে ফিরেন মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ১০ ওভারে ৮৮/৯ (মজিদ ৫৭, পারভেজ ৭, শুক্কুর ৫, শামসুর ৮, শুভাগত ২, নাদিফ ০, মাহমুদুল ০, ইয়াসিন ০, তাসকিন ০*, আসিফ ০; মিরাজ ১-০-১২-০, খালেদ ২-১-৯-০, ইফরান ২-০-৯-৪, সাদ্দাম ২-০-১৮-১, মাসুম ২-০-১৭-০, টিপু ১-০-১৬-১)
খেলাঘর : ১০ ওভারে ৮৮/৫ (ইমতিয়াজ ০, জহুরুল ২৮, সাদিকুর ২, মিরাজ ১৪, মাসুম ৩৩*, কমল ৪, ফরহাদ ২*; তাসকিন ২-০-২২-২, আসিফ ২-০-১৭-১, শুভাগত ২-০-১০-১, ইয়াসিন ২-০-২০-০, আবু জায়েদ ২-০-১৪-১)।
ফল : টাই, সুপার ওভারে জয়ী মোহামেডান।
ম্যান অব দ্য ম্যাচ : আব্দুল মজিদ।