সুপার লিগে কারা খেলবে এক নজরে দেখে নিন
এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সবচেয়ে বেশি হতাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ভালো দল গঠন করেও সাফল্য পায়নি তারা। সুপার লিগের আগেই বিদায় নিয়েছে দলটি। মোহামেডানের বিদায়ে নিশ্চিত হয়েছে সুপার লিগের ছয় দল।
গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ছয় দল খেলবে সুপার লিগে। দলগুলো হলো, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
১০ ম্যাচ খেলে নয় জয়ে সবার ওপরে রয়েছে শেখ জামাল। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। তারা একটি ম্যাচে হেরেছিল মোহামেডানের বিপক্ষে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তারা ঝুলিতে পুরেছে ১৪ পয়েন্ট। তারা তিন ম্যাচে হেরেছে।
১০ ম্যাচ খেলে সাত জয় ও তিন হারে ১৪ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ আছে তৃতীয় স্থানে। আবাহনীর সমান পয়েন্ট হলেও তারা নেট রান রেটে কিছুটা পিছিয়ে তৃতীয় হয়। ১০ ম্যাচে ছয় জয় ও চার হারে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
দুর্ভাগ্য মোহামেডানের। রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে তাদের সমান ১০ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থেকে সুপার লিগে উঠতে পারেনি। তাদের টপকে রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স উঠে যায় শীর্ষ ছয়ে।
এদিকে মোহামেডান এবার দলে নিয়েছিল মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহকে। মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ মোহামেডানের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি। এদের মধ্যে সাকিব আল হাসান দেশে নেই। তিনি পরিবাবের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আর অন্যরা দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে দলে যোগ দেওয়ার আগেই মোহামাডানের বিদায় নিশ্চিত হয়ে যায়।
তাই দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরা মুশফিক ও মিরাজ অন্য দলে যোগ দেয়। তাঁদের দলে নেয় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শেখ জামাল ক্লাব এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।