সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন পেলে
গত ১৩ ফেব্রুয়ারি নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার পেলে। সেই সময় তাঁর মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। যে কারণে তাঁকে হাসপাতালে অনেক দিন থাকতে হয়।
রয়টাইর্সের খবরে জানা গেছে, অনেকদিন ধরেই কোলন টিউমারের চিকিৎসা চলছে পেলের। প্রতি মাসেই তাঁকে কেমোথেরাপি নিতে হয়। এর জন্যই নিয়মিত হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কিন্তু নতুন করে তাঁর মূত্রনালির সংক্রমণ হওয়ায়, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে। তবে সবাইকে চিন্তামুক্ত করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ফুটবলের সম্রাট।
ব্রাজিলের চিকিৎসকেরা বলেছেন, ‘পেলের অবস্থা স্থিতিশীল, তিনি এখন সংক্রমণ থেকে নিরাময়ের পথে হাঁটছেন। ২০২১ সাল থেকে কোলন ক্যান্সারে ভুগছেন তিনি। এখন তাঁকে টানা এর চিকিৎসা চালিয়ে যেতে হবে।’
গত বছরই ৮১ বছরের তারকা ফুটবলারের শরীরে কোলন টিউমার ধরা পড়েল। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর এক অস্ত্রোপচারের মাধ্যমে সেটা বাদ দেওয়া হয়। তবে এখনও কেমোথেরাপি নিতে হচ্ছে ফুটবল সম্রাটকে। সাও পাওলোর এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।