সূচি ঠিক হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে এখনো দেশে ফিরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফেরার পর কিছুদিন বিশ্রাম নিয়ে আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহরা। কদিন আগেই ঠিক হয়েছে, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
বিসিবির সূচী অনুযায়ী বাংলাদেশ দলের ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
সিরিজে আগে ওয়ানডে ও পরে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। এখন তা পরিবর্তন হয়েছে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো।
এর পর ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।
বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে। পরে তিনটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দল।
এদিকে ২০ ও ২১ জুলাই ক্রিকেটারদের ঢাকায় পা রাখার কথা। অবশ্য ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ছুটি কাটাতে ইংল্যান্ড গিয়েছেন। তাঁর ফেরার কথা ২২ জুলাই।