সেঞ্চুরিতে তামিমের আরেকটি দারুণ ইনিংস
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ম্যাচগুলোতে খেলেননি তামিম ইকবাল। অংশ নিয়েছেন সুপার লিগের ম্যাচগুলোতে। সুপার লিগের চার ম্যাচে দারুণ উজ্জ্বল এ বাঁহাতি ব্যাটার। গেল ম্যাচে সেঞ্চুরির পর আজ বৃহস্পতিবারও সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রাইম ব্যাংকের হয়ে খেলা এ ওপেনার।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩৭ রানের দারুণ ইনিংস উপহার দিয়েছেন তামিম। এর আগে গত ম্যাচে খেলেছেন ১০৯ রানের অপরাজিত ইনিংস, তার আগের ম্যাচে খেলেছেন ৯০ রানের ইনিংস। মোটা চার ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে—৮, ৯০, ১০৯ ও ১৩৭ রান।
বিকেএসপিতে আজ গাজী গ্রুপের বোলার আরাফাত সানির বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। চলমান লিগে যা তাঁর টানা দ্বিতীয় শতক। আর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তামিমের ২১তম শতক। ১২২ বলে তাঁর শতকটি সাজানো ছিল ৯টি চার ও ৩টি ছক্কায়।
সেঞ্চুরি ছোঁয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তামিম। গাজী গ্রুপের বোলারদের ঝড় তুলে ১৩২ রানে করেন ১৩৭ রান। ছুটতে থাকা তামিমকে থামিয়েছেন আরাফাতই। ১৩টি চার ও ৬টি ছক্কা মেরে ১৩৭ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন বাঁহাতি এ ওপেনার।
তামিমের সঙ্গে আজও দারুণ ব্যাটিং করেছেন এনামুল হক বিজয়। কিন্তু, বিজয়ের দুর্ভাগ্য। মাত্র ৪ রানের জন্য তিনি টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস করলেন। মেহেদীর বলে বোল্ড হয়ে ৯৬ রানে ফিরে যান ছন্দে থাকা এনামুল। ৮৫ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায়।