সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাকিবের বিদায়
সম্প্রতি একটি স্বর্ণের দোকানের উদ্বোধনে ক্রিকেটার সাকিব আল হাসানের দুবাই সফর নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। সমালোচনার মুখেও পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে যেন সমালোচনার জবাব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
আজ শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ৮১ রানের মধ্যে ৩ উইকেট হারানো বাংলাদেশকে বড় স্কোরের পথে নিতে তৌহিদ হৃদয়কে নিয়ে জুটি গড়েন সাকিব।
এই দুই ক্রিকেটারের শতরানের পার্টনারশিপে বড় সংগ্রহের ভিত গড়ে বাংলাদেশ। তবে দলীয় ২১৬ রানের মাথায় ৮৯ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন সাকিব। এর আগে এই ম্যাচে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।