সেঞ্চুরির পরও উচ্ছ্বাসে ভাসছেন না শান্ত
দীর্ঘদিন পর হলেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে করেছেন অসাধারণ একটি সেঞ্চুরি। চমৎকার সেঞ্চুরি করে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান।
আজ বুধবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘কিছুটা স্বস্তি পাচ্ছি। গত কয়েক মাসে আমি অনেক কষ্ট করেছি, কিন্তু রান পাইনি। তবে আশাবাদী ছিলাম, রান করতে পারব। অনেক পরিশ্রম করেছি, ফল আসছিল না, তবে আমার বিশ্বাস ছিল বড় কিছু করতে পারব। আর তা পেরে ভালো লাগছে।’
তরুণ এই ব্যাটসম্যান আরও বলেন, ‘তামিম ভাই বলেছিলেন, উইকেট খুব ভালো। সেটা মাথায় ছিল। আমি বল দেখেছি, খেলেছি। উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করিনি। নতুন বল একটু সুইং করছিল, কিন্তু আমি ইতিবাচক ছিলাম। তাই হয়তো সাফল্য পেয়েছি। তবে খুব বেশি উচ্ছ্বাসের কিছু নেই। আরও ব্যাটিং বাকি আছে, যত লম্বা করা যায়।’
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে চমৎকার সেঞ্চুরিটি করেন শাস্ত। ১২৬ রানের অপরাজিত ইনিংসটি খেলতে শান্ত ২৩৬ বল খরচ করেন। ক্যারিয়ারের প্রথম শতকটি সাজানো ছিল ১২ বাউন্ডারি ও এক ছক্কায়।
এর আগে শান্তর সর্বোচ্চ সংগ্রহ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছর ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ রান করেছিলেন। সে তিনি দীর্ঘদিন পর হলেও নিজেকে চিনিয়েছেন। দেরিতে হলেও চমৎকার একটি সেঞ্চুরি করে নিজের জাতটা ভালোভাবে চেনান তিনি।
শান্তর সেঞ্চুরির দিনে বাংলাদেশও দারুণ ক্রিকেট খেলেছে। টেস্টের প্রথম দিন শেষে দুই উইকেটে ৩০২ রান করে। ৬৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুমিনুল হক। তামিম ৯০ রান করেন।